Home

What is Human Psychology? 


চলেন আজকে আপনাদের একটা গল্প বলি!
একদা এক ফাসির আসামি কে বলা হলো আমরা তোমাকে ফাসি দিব না বরং একটা কোবরা (সাপ) দিয়ে কামড় খাওয়াবো! তখন আসামি বললো এইটা কেন করবেন? তখন তাকে উত্তর দেওয়া হলো আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি! তোমাকে ফাসি দিলে তুমি মিনিমাম ১ মিনিট পর্যন্ত অনেক কষ্ট পাবে তারপর মরবে! এর চাইতে সাপ দিয়ে কামড় খেয়ে সাথে সাথে মরলে ভালো না? যদি তুমি রাজি হও তাহলেই করবো। এতে তুমিও শান্তি তে মরবে এবং আমদের কাজ ও হবে। তখন আসামি চিন্তা করলো হ্যা এমনে কথা তো ঠিক এইটা চিন্তা করে সেই রাজি হয়ে গেল! তারপর তাকে এক চেয়ারে বসানো হলো এবং তার সামনে কোবরা সাপ টি আনা হলো তারপর তার মুখে কালো কাপড় পড়িয়ে দেওয়া হয়! কিন্তু মজার বিষয় হচ্ছে তাকে কোবরা দিয়ে কামড় দেওয়া হইনি বরং একটা সুই দিয়ে জাস্ট চিমটি দেওয়া হয় এবং জেনে অবাক হবেন সেই সাথে সাথে মারা যায়। এমনকি পোষ্ট মর্টাম করানোর পর তার শরীরে কোবরার বিষ পাওয়া যায়। আপনারা ভাবতেছেন এইটা কেমনে সম্ভব? আসলে যখন তার সামনে কোবরা আনা হলো তখন তার মস্তিষ্ক এইটা ধরে নিয়েছে যে তাকে কোবরা দিয়েই কামড় দেওয়া হবে। এবং এর কারণে শরীর নিজেই নিজের মধ্যে বিষ তৈরি করে ফেলে। This is human psychology।
চিন্তা করে দেখেন মানুষের মস্তিষ্ক কতো বড় জিনিস! এবং এটি কতো ভয়ানকভাবে কাজ করে। যদি একবার আপনি এই মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন তাহলে আপনি সব কিছু করতে পারবেন। Anything Whetever you want
কিন্তু মস্তিষ্কে নিয়ন্ত্রণ আনা কোনো বাচ্চাদের খেলা না।
এর জন্য বেশি পরিমাণ পরিশ্রম এবং চিন্তা ভাবনা লাগবে।

একটা জায়গা থেকে গল্প টা কালেক্ট করছি।

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top